Image description

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী বইমেলা-২০২৫ এ যোগ দিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

 

শুক্রবার সন্ধ্যায় তিনি বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রকাশক ও পাঠকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি মেলায় প্রকাশকদের সঙ্গে বইয়ের বিষয়বস্তু, পাঠকদের আগ্রহ ও ইসলামী সাহিত্য প্রসারের গুরুত্ব নিয়ে পাঠক-প্রকাশকদের সাথে কথা বলেন। এসময় তরুণদেরকে সৃজনশীল বই পাঠে আগ্রহী করার আহ্বান জানান তিনি। তিনি নিজেও বিভিন্ন বই দেখেন এবং কিছু বই সংগ্রহ করেন।

উল্লেখ্য, মাসব্যাপী এ বইমেলায় ১৯৯টি স্টল রয়েছে। এতে ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান, নেতৃস্থানীয় ইসলামী পুস্তক ব্যবসায়ী ছাড়াও মিশর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এ মেলায় লেখক কর্নার, ফুড কর্নার, আলোচনা সভা ও কবিতা পাঠের ব্যবস্থা রাখা হয়েছে। মেলাটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখার কথা রয়েছে।

মেলা উপলক্ষ্যে মাসজুড়ে ইসলামিক ফাউন্ডেশনের স্টল, জেলা ও বিভাগীয় কার্যালয়ে ইফা প্রকাশিত বই সর্বনিম্ন ৪০ শতাংশ হতে সর্বোচ্চ ৭০ শতাংশ কমিশনে বিক্রয় করা হচ্ছে।