Image description
 

সেপ্টেম্বর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি ভিজিট হওয়া পাতার তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় থাকা শীর্ষ ২০ পৃষ্ঠার মধ্যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাদিক কায়েম এবং জুবিন গর্গসহ অন্যান্য আলোচিত বিষয়।

 

শীর্ষ কয়েকটি পাতা:

  • ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ২০২৫ – ৯৯,৮০৬ বার পড়া হয়েছে।

     
  • ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ – ৯৫,৪৪৪ বার পড়া হয়েছে।

     
  • জুবিন গর্গ – ৪৭,১০৮ বার।

     
  • সাদিক কায়েম – ৩০,৩৬৬ বার।

     
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী – ২৩,৪৭৬ বার।

     
  • বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির – ২৩,২৫৬ বার।

     

 

 

 

গত আগস্ট মাসের তুলনায় কিছু পরিবর্তন দেখা গেছে। আগস্টে শীর্ষে ছিলেন ক্ষুদিরাম বসু (৪৪,৫৩৭ বার), আর ডাকসু তৃতীয় স্থানে ছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগের মাসে ১২তম স্থানে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৫তম, খালেদা জিয়া ২০তম স্থানে ছিল।

 

এছাড়া তালিকায় অন্যান্য বিষয় যেমন স্বাধীনতা দিবস (ভারত), আখেরি চাহার সোম্বা, এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম) ইত্যাদি জায়গা করেছে।

বাংলা উইকিপিডিয়া ব্যবহারকারীদের আগ্রহ এই বিষয়গুলোতে বেশি, যা সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আলোচনার সঙ্গে সম্পর্কিত।