
ভারতের ভিডিও বাংলাদেশের বলে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, মন্দিরে নামাজের ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের মন্দিরে গিয়ে মুসলিমরা নামাজ পড়ছে।
কিন্তু ঘটনাটি বাংলাদেশের নয়। এটি ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর লাট ভৈরব মন্দির চত্বরে ধারণ করা। হিন্দু-মুসলিম সম্প্রীতির একটি দৃশ্য হিসেবে ভিডিওটি সেখানে প্রচার করা হয়।
রিভার্স ইমেজ সার্চে ভিডিওটির কিছু স্থিরচিত্র ভারতের সংবাদভিত্তিক এক্স অ্যাকাউন্ট ‘ইউপি নিউজ’-এ পাওয়া যায়। গত ২৭ সেপ্টেম্বর প্রকাশিত পোস্টের ক্যাপশন থেকে স্পষ্ট জানা যায়, এটি ভারতের বারাণসীতে একদিকে রামলীলা আর অন্যদিকে নামাজ আদায়ের দৃশ্য।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভারতের সংবাদমাধ্যম ‘আমার উজালা’ ওয়েবসাইটে ২৬ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়।
এছাড়াও দেশটিরর বিভিন্ন সংবাদভিত্তিক ওয়েবসাইট ও এক্স অ্যাকাউন্টের তথ্যে জানা যায়, উত্তর প্রদেশের বারাণসীর লাট ভৈরব মন্দির চত্বরে (চবুতরায়) প্রতি বছরই হিন্দু ও মুসলিমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের প্রতীক হিসেবে অংশ নেন। একপাশে অনুষ্ঠিত হয় রামলীলার মঞ্চায়ন, আর অন্যপাশে মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ আদায় করেন।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম বাংলাদেশের মন্দিরে নামাজ আদায়ের আলোচিত দাবিটি মিথ্যা বলে শনাক্ত করেছে।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।