Image description
 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে স্বতন্ত্র প্যানেল থেকে বিজয়ী হয়েছেন আব্দুর রসিদ জিতু। ভিপি বিজয়ী হওয়ার পরে এই প্রথম তার গ্রামের বাড়িতে আসার খবরে পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার। অপেক্ষায় রয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ।

 

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সকালে শরীয়তপুরের সদর হয়ে গাড়িবহর নিয়ে গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ছৈয়ালপাড়া গ্রামে জিতুর বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা দেখা করেন জিতু। তার আগে যে স্কুল থেকে এসএসসি পাশ করেছিলেন সেই কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে বরণ করেন।

 

জানা যায়, গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ছৈয়ালপাড়া গ্রামের মো. আলী আশরাফ ছৈয়াল ও মাজেদা বেগম দম্পতির আট সন্তানের মধ্যে জিতু পঞ্চম। ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি, অষ্টম শ্রেণিতেও বৃত্তি পেয়েছেন।

 

এলাকার ব্র্যাক স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ২০১৪ সালে কোদালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পান। পরে ভর্তি হন গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজে। ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ৪৭তম ব্যাচে ভর্তি হন।

 

জাকসুর ভিপি স্বতন্ত্র প্যানেলের আব্দুর রসিদ জিতু বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নানা সামাজিক ও সেবামূলক কার্যক্রমে আমি সক্রিয়ভাবে কাজ করে যাব। ভিপির মেয়াদ এক বছর হওয়ার পরে জাতীয় রাজনীতি চিন্তা আছে বলে ঘোষণা করেন।

 

সম্প্রতি অনুষ্ঠিত জাকসু নির্বাচনে তিনি ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।

 

স্থানীয় বাসিন্দারা বলেন, জাকসুর মতো গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের গ্রামের একজন ছেলেকে ভিপি হিসেবে দেখতে পারা সত্যিই গর্বের।

 

কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন মৃধা বলেন, জিতু আমার ছাত্র ছিল। সে খুবই মেধাবী এবং সামাজিক কাজে সবসময় এগিয়ে ছিল। জাকসুতে জেতার খবরে আমি খুব গর্বিত। আশা করি, সে ভবিষ্যতেও ভালো কিছু করবে।