
কুমিল্লার নাঙ্গলকোটে চিরকুটে ‘তুই আমার ভালোবাসা বুঝলি না’ লিখে মিনারা আক্তার মিনু (১৭) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন।
বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া বলি বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত মিনারা আক্তার ও তার ছোট ভাই হৃদয় এবং নানি বিবি হাওয়া তার নানির বাড়িতে বসবাস করতেন। তার জন্মের পর তার বাবা নিজাম উদ্দিন স্ত্রী-সন্তান রেখে অজানা গন্তব্যে চলে যায়। এরপর থেকে মিনারার মা চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করে তাদের সংসার পরিচালনা করেন।
মিনারার নানি বিবি হাওয়া জানান, বুধবার দুপুরে খাওয়া-দাওয়ার পর সে তার রুমে ঘুমাতে যায়। বিকাল ৫টা বেজে গেলেও দরজা না খোলায় নানি তাকে অনেক ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে মিনারার ছোট ভাই হৃদয়কে ঘরের সিলিংয়ের উপর দিয়ে রুমে প্রবেশ করিয়ে ঝুলন্ত লাশ দেখে চিৎকার-চেঁচামেচি করলে নানি ও স্থানীয়রা লাশ নিচে মানিয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় তার লাশের সঙ্গে একটি চিরকুট পাওয়া যায়।
চিরকুটের লেখাটি পাঠকের জন্য হুবহু উল্লেখ করা হলো- ‘ইয়াসিন আমি তোকে অনেক ভালোবাসতাম, তুই আমার ভালোবাসা বুঝলি না, ভালো থাক তুই। আর আমার পরিবারও ভালো থাকুক’।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সঙ্গে প্রেম সংক্রান্ত একটি চিরকুট পাওয়া যায়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।