
বিশ্বব্যাংক ও সমাজসেবা অধিদপ্তরের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল সিটিএম ও পিইআই পাইলট প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে এসেছিলেন নাটোরের বাগাতিপাড়ায়।
বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ক্লাব, ক্ষুদ্র ব্যবসায়ী, গরু-ছাগল খামারি ও হস্তশিল্প কার্যক্রম পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিনিধি দলে ছিলেন- বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার জেসমিন রাজভান্ডারী ও সোশ্যাল প্রোটেকশন স্পেশালিষ্ট অভিরূপ সরকার এবং সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এমএম মাহমুদুল্লাহ, উপ-পরিচালক (প্রতিবন্ধী ভাতা শাখা) নূরুল হক মিয়া, নাটোর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এনজিওর ফোকাল এজিএম হানিফ মিয়া, টিম লিডার আব্দুর রব পাটোয়ারী এবং অন্যদের মধ্যে ছিলেন বাগাতিপাড়া প্রকল্প অফিসের ফিল্ড সুপারভাইজার জীবন চন্দ্রবর্মন।
রিক-এর টিম লিডার আব্দুর রব পাটোয়ারী জানান, দেশের ৬টি উপজেলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে সমাজসেবা অধিদফতর বিধবা এবং প্রতিবন্ধীদের জীবনমানের উন্নয়নের লক্ষে পাইলট সার্ভিস হিসেবে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। চলতি বছরের গত মাসে রিক এনজিও-এর বাগাতিপাড়া শাখার মাধ্যমে পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিবন্ধী, বিধবা নারী ও ভাতাভোগীদের জীবন দক্ষতা, ব্যবসায়িক দক্ষতা ও বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলার ৯৮৭ জন উপকারভোগীকে বিশ্বব্যাংকের অর্থায়নে জনপ্রতি ৪৫ হাজার টাকা করে মোট ৪ কোটি ৪৪ লাখ ১৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।