Image description

চট্টগ্রাম নগরের কোতোয়ালিতে জালনোট ও ওয়াকিটকিসহ যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শনিবার কোতোয়ালি থানা পুলিশ চট্টগ্রাম নতুন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৯৩ হাজার ৫০০ টাকার জালনোট ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

বিষয়টি রোববার নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম। গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আগুনশাইল গ্রামের মো. আজিম (৩০) ও একই জেলার নাঙ্গলকোট উপজেলার আশার কোটা গ্রামের মো. সোহাগ (৩৬)। তবে তারা দুজনই নগরের রিয়াজুদ্দিন বাজারের মুরগীহাটা লেন এলাকায় একটি তিনতলা ভবনে ভাড়া থাকতেন।

কোতোয়ালি থানার ওসি জানান, জিজ্ঞাসাবাদে মো. আজিম স্বীকার করেন যে, সহযোগী সোহাগের সঙ্গে যোগসাজশে তারা দীর্ঘদিন ধরে জাল টাকার কারবার করে আসছিলেন। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ওয়াকিটকি ব্যবহার করতেন তারা। সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।