Image description

দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। 

বুধবার জাতীয় সংসদ চত্বরে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। 

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ

সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার বলেন, ‘৪৬ হাজার নাগরিককে নিয়ে করা সংস্কার কমিশনের জরিপে এ তথ্য পাওয়া গেছে। কমিশনের পক্ষ থেকে জরিপটি পরিচালনা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের কোনো ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নেই। যে কারণে জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার কমিশন নামে আরও একটি স্থায়ী কমিশন গঠনের সুপারিশ করার কথাও জানান বদিউল আলম মজুমদার।