Image description

রাত একটার দিকে বাড়ির বাইরে গালাগাল করছিল একদল লোক। যুবদলের সাবেক নেতা সালাহউদ্দিনকে (মিন্টু) বাইরে আনতে দরজায় বাড়ি দিচ্ছিল তারা। তিনিও দরজা খুলে দিতে উদ্যত হন। তখন ছেলেকে বাঁচাতে পাশের ঘর থেকে এগিয়ে যান বাবা আলাউদ্দিন (৬০)। তিনি দরজার কাছে দাঁড়িয়ে জানতে চান, ‘তোমরা কারা?’ সঙ্গে সঙ্গে দরজার বাইরে থেকে গুলি করা হয়। টিনের দরজা ভেদ করে গুলি এসে লাগে আলাউদ্দিনের কোমরে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

রাজশাহীর পবা উপজেলায় যুবদলের সাবেক এক নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার বর্ণনা এভাবেই দেন সালাহউদ্দিনের স্ত্রী নার্গিস বেগম। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভুগরইল গ্রামে তাঁদের বাড়িতে ওই ঘটনা ঘটে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁর শ্বশুর আলাউদ্দিন মারা যান। সালাহউদ্দিন উপজেলার নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য। তাঁরা চার ভাই। ঘটনার সময় তিনি ও তাঁর ছোট ভাই নাসিউর রহমান বাড়িতে ছিলেন।

নার্গিস বেগম বলেন, ‘দরজার বাইরে থেকে যখন ওরা বলছিল, “মিন্টু তুই বের হ। তোকে আজ মার্ডার করব।” তখন দেবর নাসিউর ভাইকে বলছিল, “বাড়ির বাইরে অনেক লোক, তুমি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও।” এর মধ্যে বাবা এসে দরজা খুলে দিতে গেলে এই ঘটনা ঘটে।’ তিনি বলেন, দুই মিনিটের মধ্যে তারা ঘটনা ঘটিয়ে মোটরসাইকেলে উঠে চলে যায়।

পুলিশ বলছে, সুদের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে মনোমালিন্য চলছিল। এ নিয়ে সালিসও হয়েছে। যাদের সঙ্গে বিরোধ চলছিল, তারাই এসে রাতে হামলা করেছে।

সালাহউদ্দিন জানান, তাঁদের এলাকায় দুই পক্ষের টাকাপয়সা নিয়ে একটা বিরোধ ছিল। মীমাংসার জন্য রাতে উভয় পক্ষ রাজশাহীর বিমানবন্দর থানায় বসেছিল। এক পক্ষের একটি ছেলে তাঁর ‘ছোট ভাই’। এ জন্য তিনিও গিয়েছিলেন। থানায় মীমাংসাও হয়ে যায়। এরপর তিনি বাড়িতে ফেরেন। আধা ঘণ্টা পরই তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়।

এ ঘটনায় জড়িত হিসেবে ভুগরইল শিহাবের মোড় এলাকার কয়েকজনের নাম উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘তারা টোকাই, মাদকাসক্ত। তারা গুলিবর্ষণ করেছে।’ সালাহউদ্দিন যখন কথা বলছিলেন, তখন তাঁর বাবার অস্ত্রোপচার চলছিল। তিনি জীবিত ছিলেন। চিকিৎসার ব্যস্ততা শেষে সালাহউদ্দিন মামলা করবেন বলে জানিয়েছিলেন। কিছুক্ষণ পর আলাউদ্দিনের মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর চাচাতো ভাই মো. রনি।

বিকেলে ভুগরইল গ্রামে সালাহউদ্দিনদের বাড়িতে গিয়ে দেখা যায়, একতলা ছাদের বাড়ির বাইরের দরজাটি টিনের। দরজায় অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে। টিন ভেদ করে গুলি ভেতরে ঢুকেছে।

ঘটনাস্থল নগরের শাহ মখদুম থানা এলাকায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তখন পর্যন্ত স্বজনেরা লাশের ময়নাতদন্ত নিয়ে ব্যস্ত আছেন। তাঁরা এজাহার নিয়ে এলেই পুলিশ মামলা নেবে। তিনি বলেন, নিহত আলাউদ্দিনের ছেলে যা বলছেন, সেই অনুযায়ী সুদের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে মনোমালিন্য থেকেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে বিমানবন্দর থানায় একটি সমঝোতা বৈঠকও হয়েছে।