Image description

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাধীন সলঙ্গা থানায় বাবাকে হত্যার দায়ে ছেলে রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

রোববার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

 

মামলার অপর দুই আসামিকে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত লাবু সিরাজগঞ্জের সলঙ্গা থানার কৈমাঝুরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- লাবুর সৎমা ও মৃত ইদ্রিস আলীর স্ত্রী রেনুকা বেগম এবং লাবুর স্ত্রী ইসমত আরা বেগম।

 

ওই আদালতের এপিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৩ মার্চ ভোরের দিকে নিজ ঘর থেকে নিখোঁজ হন ইদ্রিস আলী। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একদিন পর ৪ মার্চ দুপুরে অলিদহ গ্রামের হাফিজুর রহমানের পুকুরে গলায় ও পায়ে রশি পেঁচানো অবস্থায় ইদ্রিসের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে রেজাউল করিম লাবু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

 

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির বাদী লাবু, তার সৎমা রেনুকা ও স্ত্রী ইসমত আরাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক রোববার এ রায় প্রদান করেন।

 

সলঙ্গা থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ইদ্রিস হত্যা মামলাটি তদন্তকালে বাদী লাবু ও তার সৎ মা রেনুকাকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।