Image description
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের দোকানে মিলল টেস্টিং সল্ট।রান্নার কাজে ব্যবহার হতো এসব লবণ।
হল সংদের সদ্য নির্বাচিত সমাজ সেবা সম্পাদকের নজরে বিষয়টি আসলে অভিযুক্ত দোকানিকে ২০০০ টাকা জরিমানা করা হয়।
শরীরের জন্য ক্ষতিকর এই টেস্টিং সল্ট ব্যবহারে নিষেধাজ্ঞা আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের পক্ষথেকে।
হল সমাজসেবা সম্পাদক জহির রায়হান বলেন আমরা খুব শীঘ্রই হলের সব দোকান ও ক্যান্টিনে অভিযান পরিচালনা করবো এবং খাবারে গুণ-মান ও পরিচ্ছন্নতার বিষয়ে তদারকি চলমান থাকবে।