
রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে শুক্রবার রাজধানীর বাংলামোটর এলাকায় ঝটিকা মিছিল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে মিছিলের প্রস্তুতির সময় গুলশান থেকে পাঁচজন এবং দারুসসালাম থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে মিরপুরে আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে সারাদেশে ২৪ ঘণ্টায় এক হাজার ৮০৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, এর মধ্যে এক হাজার ২৮১ জনকে মামলা ও পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দেশে তৈরি একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রাবার কার্তুজ ও চারটি বার্মিজ চাকু।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সমকালকে জানান, ডিএমপির রমনা ও গুলশান থানা পুলিশ আজ ১২ জনকে গ্রেপ্তার করেছে। আর বৃহস্পতিবার দারুসসালাম থানা পুলিশ ১২ এবং মিরপুর থানা পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।
দারুসসালাম থানাসূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টেকনিক্যাল মোড়ে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ১২ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন নটোরের বড় বড়াইগ্রাম যুবলীগের সদস্য আল আমিন, আওয়ামী লীগের সদস্য আক্কাস মিয়া, চাঁদপুর সদরের ১২ নম্বর চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক সোহাগ মাঝি, আওয়ামী লীগের সদস্য নেছার মিয়া, ইউসুফ আলী, ফারুক হোসেন, মকবুল মৃধা, মানিক মিয়া, মো. শাহীন, মো. নাঈম, এমদাদুল হক ও আব্দুল আলীম।
অন্যদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পাবনার সুজানগর পৌর যুবলীগের সভাপতি ও সুজানগর উপজেলা ছাত্রলীগের ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, চট্টগ্রাম মহানগরের এজিএস ইসলামিয়া কলেজ ছাত্রলীগের কর্মী আল নমান সাইফ, চট্টগ্রাম জেলা যুবলীগের কর্মী মো. জুলহাস, ছাত্রলীগের কর্মী ইমন হোসেন খান মানিক, আওয়ামী লীগের কর্মী সাগর হোসেন ও ওহিদুল ইসলাম সুমন।
মিরপুর থানা জানায়, গ্রেপ্তারকৃতরা বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টারের সামনে জড়ো হয়। তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। সেই সঙ্গে সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে মিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
এ ছাড়া শুক্রবার বেলা ২টার দিকে বাংলামোটর থেকে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যায়। সেখান থেকে একটি মোটরসাইকেলসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিনে গুলশানে মিছিলের প্রস্তুতির সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।