Image description
 

ছোট ভাইয়ের ওপর হামলাকারীদের শনাক্তে পুলিশকে সহযোগিতা করতে গিয়ে আইনশৃঙ্খলাবাহিনীর সামনেই হামলার শিকার হয়েছেন কালবেলার সাংবাদিক রাফিউল ইসলাম রাতুল।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা রেলস্টেশন এলাকায় একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে এ হামলা চালায়। এতে রাতুল গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় তার সঙ্গে থাকা ক্যামেরা, মোবাইল, মানিব্যাগ ও হেলমেট ছিনিয়ে নেয় সন্ত্রীসারা।

রাফিউল ইসলাম রাতুল কালবেলায় স্পোর্টস রিপোার্টার হিসেবে কর্মরত আছেন। তিনি বলেন, ‘প্রায় ৫০-৬০ জনের একটা দল পূর্ব-পরিকল্পিতভাবে সিন্ডিকেট গড়ে হামলাটি চালায়। এরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের উদ্দেশ্য ছিল মব সৃষ্টি করে আমাকে হত্যা করার।’

 

আগের মামলার এজাহার সূত্রে জানা যায়, রাতুলের ছোট ভাই আরিফুল ইসলাম আলিফের (১৮) সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধের জেরে গত ২৭ আগস্ট রাত ৯টার দিকে এ সন্ত্রাসীবাহিনী ফতুল্লা রেলস্টেশন এলাকায় হামলা চালায়। এ সময় চাপাতির আঘাতে তার ঘাড়ের ডানপাশে গুরুতর জখম হয়। এ ঘটনার জেরে পরদিন নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় জীবন মিয়া (২০), রুবেল মিয়া (১৯), সাকিব (১৮), দ্বীদার (১৯) ও উল্লাস (১৯)- এই ৫ জনকে আসামি করে মামলা করা হয়।

 
 

এরপর দ্রুতই আইনশৃঙ্খলাবাহিনী সাকিব ও রুবেলকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার রাতুলকে সঙ্গে নিয়ে পুলিশ মূল আসামি জীবনকে ধরতে রেলস্টেশন এলাকায় অভিযান চালালে আগে থেকে ওৎ পেতে থাকা ৫০ থেকে ৬০ জনের সেই সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।