
রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে গত বছর লুট হওয়া পুলিশের পিস্তল, গুলি ও ম্যাগজিনের সন্ধান মেলেছে চাঁদপুরের কচুয়ায়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-১০ এর যাত্রাবাড়ি ক্যাম্পের একটি দল কচুয়ার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করে।
র্যাব জানায়, কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির বসতঘরের মেঝেতে লুকানো ছিল লুট হওয়া পুলিশের অস্ত্র। গোপন সূত্রে এমন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ যন্ত্র দিয়ে স্ক্যানিং করে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অস্ত্র উদ্ধারে অংশ নেওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা।