Image description

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রোববার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধান বিচারপতির গুলশানের সরকারি বাসভবনে।

এর আগে একইদিন সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান।

দুটি গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। নানা গুঞ্জনের পাশাপাশি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগসংক্রান্ত গুজবও ছড়িয়ে পড়ে—যা জনমনে কৌতূহল ও বিভ্রান্তির সৃষ্টি করে।

তবে সেনাপ্রধান ও প্রধান বিচারপতির বৈঠক কিংবা প্রধান উপদেষ্টার সঙ্গে পিএসওর আলোচনার বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

বিশ্লেষকরা বলছেন, এমন পর্যায়ের বৈঠকগুলোতে প্রাতিষ্ঠানিক শিষ্টাচার, চলমান রাষ্ট্রীয় পরিস্থিতি কিংবা পারস্পরিক সমন্বয়মূলক বিষয়াদি আলোচনা হতে পারে। তবে এসব বৈঠকের সময় ও প্রেক্ষাপট ঘিরে জনমনে তৈরি হওয়া জল্পনা স্বাভাবিক।

দিনভর আলোচনার কেন্দ্রে ছিল এই দুই বৈঠক—যার একটি দেশের শীর্ষ বিচারিক ব্যক্তিত্বের সঙ্গে, অন্যটি প্রশাসনের সর্বোচ্চ নির্বাহী প্রতিনিধির সঙ্গে।

সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি না দেওয়ায় আলোচনা ও গুঞ্জনের রেশ এখনও থামেনি।

শীর্ষনিউজ