Image description

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার প্রথম দিন সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ কার্যক্রম শুরু হয়।

সাক্ষ্যদানকারীদের মধ্যে শহীদ আবু সাঈদের ৮৫ বছর বয়সী বাবা মুকবুল হোসেন বলেন, জীবিত থাকতে ছেলের চাকরি দেখার ইচ্ছে ছিল তার। তবে এখন যারা ছেলেকে শহীদ করেছে, তাদের বিচার দেখতে চান তিনি। এসময় তিনি আবু সাঈদকে যেদিন হত্যা করা হয়, সেই দিনের ঘটনা তুলে ধরেন। মুকবুল হোসেন বলেন, আবু সাঈদের বুক জুড়ে ছিল অসংখ্য গুলির চিহ্ন।

এর আগে বুধবার এই মামলার সূচনা বক্তব্য দেন চীফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সূচনা বক্তব্যে তিনি আবু সাঈদ হত্যার প্রেক্ষাপট তুলে ধরেন।

গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

সকালে এই মামলার গ্রেফতারকৃত ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে, বেরোবির সাবেক ভিসিসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে ইতোমধ্যে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।