
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। আগামী ১১ সেপ্টেম্বর এ নির্বাচনে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে।
গত শনিবার এক সভায় এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনের দিন সেনাবাহিনী ও বিজিবির ২০ জন করে মোট ৪০ জন সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করবেন। এছাড়া প্রতিটি ফটকে অন্তত পাঁচজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তবে ঢাকা-আরিচা মহাসড়ক-সংলগ্ন মীর মশাররফ হোসেন হল ফটক, প্রান্তিক ফটক ও বিশমাইল ফটকে ১০ জন করে পুলিশ দায়িত্ব পালন করবে।
এছাড়া প্রতিটি কেন্দ্রে পাঁচজন করে আনসার সদস্য দায়িত্বে থাকবে। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। পাশাপাশি জাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও দায়িত্ব পালন করবে।
জাকসু নির্বাচন কমিশনের সদস্য ও জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। সবার সহযোগিতায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব বলে আমরা আশাবাদী।