
চাঁদপুরে ট্রাকের চাপায় সিএনজি চালক নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে শহরের ২নং আশিকাটি ইউনিয়নের কালি ভাংতী এলাকায় দাস বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালকের নাম বাপ্পি খান (৩২)। তিনি কান্তার খাঁ বাড়ি, ৫নং ওয়ার্ড আশিকাটি ইউনিয়নের বাসিন্দা এবং রুহুল আমিন খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পি রাতে সিএনজি চালিয়ে যাচ্ছিলেন। অন্ধকারে রাস্তার ওপর থাকা ইটের কারণে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় জীবন বাঁচাতে গাড়ি থেকে লাফ দিলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে সদর মডেল থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি থানায় জব্দ করে রাখা হয়েছে।
এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাহার মিয়া বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।