Image description

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালত মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন। আসাদুল হক বাবু হত্যা মামলায় সোমবার (১৮ আগষ্ট) বিকালে এই রিমান্ড অনুমোদন করা হয়।

তদন্ত কর্মকর্তার আবেদন ছিল ৭ দিনের রিমান্ড চেয়ে, কিন্তু আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলায় অভিযোগ রয়েছে, নাসির উদ্দিন অসৎ প্রভাব ব্যবহার করে উস্কানিমূলক বক্তব্য ও কার্যক্রম চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন।

গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে নাসির উদ্দিন ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি। মামলাটি গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা হয়।

শীর্ষনিউজ