
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আরও দুইটি নতুন ভোটকেন্দ্র যুক্ত করা হয়েছে। ভোটারদের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় ভোটাধিকার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত রিটার্নিং কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন চীফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন, অধ্যাপক ড. গোলাম রব্বানী, অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক, অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক ড. নাসরিন সুলতানা, অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ড. এস এম শামীম রেজা ও সহযোগী অধ্যাপক শারমীন কবীর।
নতুন যুক্ত হওয়া ভোটকেন্দ্র দুটি হলো— ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র: সেখানে ভোট দিতে পারবে কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।
ইউনির্ভাসিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ কেন্দ্র: এ করে কেন্দ্রে ভোট দিতে পারবে শামসুন নাহার হলের শিক্ষার্থীরা।
এ নিয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়ালো ৮টি।
এর বাইরে বিদ্যমান কেন্দ্রগুলো হলো—
১. কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল) : ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, ফজলুল হক মুসলিম হল।
২. শারীরিক শিক্ষা কেন্দ্র : জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল।
৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) : রোকেয়া হল।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র : বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
৫. সিনেট ভবন কেন্দ্র (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং কক্ষ) : স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল।
৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র : সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীম উদ্দীন হল, শেখ মুজিবুর রহমান হল।
শিক্ষার্থীরা মনে করছে, নতুন কেন্দ্রগুলো যুক্ত হওয়ায় ভোটগ্রহণ প্রক্রিয়া আরও সহজ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।