
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পিতা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান।
এদিকে, নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তারের পর তার ছেলে তৌহিদ আফ্রিদিকেও গ্রেপ্তারের দাবি জানিয়েছে রেভল্যুশনানি অ্যালায়েন্স (জেআরএ) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুধু তাই নয়, আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তারে সরকারকে ২৬ ঘণ্টার আলটিমেটামও দিয়েছে জুলাই রেভল্যুশনানি অ্যালায়েন্স (জেআরএ)।
রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১১ মিনিটে জেআরএ-এর ফেসবুক পোস্টে বলা হয়, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ডিএমপি কমিশনার মহোদয়, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) এবং জুলাই ঐক্যসহ অন্যান্য জুলাইয়ের সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য আর মাত্র ২৬ ঘণ্টা বাকি। আফ্রিদি বাংলাদেশেই আছে। এই ছবিটি গতকালের।
এদিকে, নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তারের পর তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। মামলার অপর আসামি তৌহিদ আফ্রিদি কোথায় রয়েছেন সে বিষয়েও কিছু জানা যায়নি।
কোন মামলার আসামি তৌহিদ আফ্রিদি?
গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মো. জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি।
একই মামলার ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন। এই মামলায় আজ রবিবার তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।