Image description

সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, তার স্ত্রী মেহবুবা আলম ও মেয়ে নুযায়মা মাহমুদের নামে থাকা ৬২টি কোম্পানির বিনিয়োগ অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

 

একই সঙ্গে স্বপন ও তার স্ত্রী মেহবুবার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন বিচারক। দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

 

দুদক সূত্রে জানা যায়, সাবেক হুইপ স্বপনের ২৮টি ব্যাংক হিসাব ও ৩২টি কম্পানির দুই ২১ হাজার ৫৬৪টি শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তার দুই কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩০৭ শতাংশ জমি, একটি ফ্ল্যাট ও একটি প্লট জব্দ করা হয়েছে। তার স্ত্রী মেহেরা মাহাবুবের দুই কোটি টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে।

এর মধ্যে জয়পুরহাটে দুই তলা বিশিষ্ট বাড়ি, গুলশানে একটি ফ্ল্যাট ও ২৪৪ শতাংশ জমি রয়েছে। পাশাপাশি ২৩টি কোম্পানিতে বিনিয়োগ করা ৭৭ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।

এ ছাড়া তাদের মেয়ে নুযায়মা মাহমুদের সাতটি কম্পানির ১৪ হাজার ৯৭২ টি শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক আল আমিন তাদের এসব স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।