Image description

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. হাবিবুর রহমানকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিক।

এতে বলা হয়, জনস্বার্থে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির দিন থেকেই এ নিয়োগ কার্যকর ধরা হবে।

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন মো. হাবিবুর রহমান এর আগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কার্যক্রমে তার নিয়োগ নতুন গতি আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।