
জুলাই আন্দোলনে অংশ নেওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার হামলার ষড়যন্ত্রসহ ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) দিবাগত রাত আনুমানিক ৪ টার দিকে সাধারণ শিক্ষার্থীরা তাদের আটক করে প্রমাণসহ পুলিশে সোপর্দ করেন।
আটক হওয়া দুজন হলেন— বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাইম আশরাফি সজীব। তিনি বিভাগের ছাত্রলীগের সহ-সভাপতি। অন্যজন হলেন, ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিয়াদ রায়হান। তিনি ছাত্রলীগের একজন করমী।
শিক্ষার্থীরা জানান, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন ভুয়া ফেসবুক পেজ এবং এমনকি ছাত্রলীগের নিজস্ব পেজ থেকেও হুমকি দেওয়া হচ্ছিল। এসব ঘটনার পর তারা জানতে পারেন, কিছু সাবেক ছাত্রলীগ কর্মী সংগঠনটিকে পুনরায় সক্রিয় করতে এবং ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করতে গোপনে কাজ করছে। বেশ কিছুদিন ধরে ওই নেতাকর্মীরা ক্যাম্পাসে সন্দেহজনকভাবে চলাফেরা করছিলেন। শনিবার রাতে ওই দুই জনের আচরণে সন্দেহ হলে শিক্ষার্থীরা তাদের আটক করেন। পরবর্তীতে তাদের কাছ থেকে বিশৃঙ্খলার পরিকল্পনার একাধিক প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে প্রশাসনের সহায়তায় তাদের পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. উমর ফারুক বলেন, আমরা কিছু শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারি একজন ছেলে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে পারে এমন কিছু তথ্য আদান প্রদান করছে। তখন ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়। পরে তার মোবাইলের সূত্র ধরে আমরা আরেকজনকে ধরতে সক্ষম হয়। পরবর্তীতে তাদেরকে লিখিতভাবে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত ওসি আবুল হাসনাত বলেন, আটক দুজনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। পরবর্তীতে আমরা এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।