Image description
 

পুলিশি সেবা আরও সহজলভ্য করতে ১০ আগস্ট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব থানায় শুরু হয়েছে অনলাইন জিডি কার্যক্রম।

শুক্রবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, এখন থেকে যে কেউ ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। গুগল প্লে-স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে নির্দেশনা অনুযায়ী আবেদন সম্পন্ন করা যাবে।

প্রচলিত জিডির মতোই অনলাইন জিডিতেও আবেদনকারী একটি জিডি নম্বর ও হালনাগাদ তথ্য পাবেন। জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধিত মোবাইল নম্বর যাচাইয়ের মাধ্যমে তথ্য সংরক্ষিত হওয়ায় ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত থাকবে।

ডিএমপি জানিয়েছে, এই সেবায় পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে, সময় বাঁচবে এবং জিডির অগ্রগতি জানার সুযোগ থাকায় নাগরিকরা স্বস্তি পাবেন। প্রচলিত জিডি কার্যক্রমও আগের মতো চলবে।