Image description

বাউফলের বিতর্কিত ইউএনও মোঃ আমিনুল ইসলামকে শোকজ করেছে হাইকোটের একটি দ্বৈত্য বেঞ্চ। আজ বৃহস্পতিবার(১৪ আগস্ট) ডাকযোগে পাঠানো শোকজের এ চিঠি হাতে পেয়েছেন ইউএনও।

জানাগেছে, বাউফলের  চন্দ্রদি¦প ইউনিয়নে আব্দুল হক পঞ্চায়েত ওকফে স্টেটের সম্পত্তি  লীজ নিয়ে আদালতের নিদের্শ অমান্য করায় লীজগ্রহিতা মোসলেম উদ্দিন হাইকোর্টের বিচাপতি ফাহমিদা কাদের ও সৈয়দ জাহিদ মনসুরের দ্বৈত বেঞ্চে আদালত অবমাননার মামলা করেন। এর প্রেক্ষিতে আদালত গত ৩ আগস্ট ইউএনও মোঃ আমিনুল ইসলামকে শোকজ করেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে এ শোকজের জবাব দিতে বলা হয়েছে।

শোকজে উল্লেখ করা হয় যে, যদি আদালত প্রমাণ পায় যে নির্দেশ ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে, তা হলে রেসপন্ডেন্টের বিরুদ্ধে আইন অনুযায়ি শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে।

তবে হাইকোটের এ আদেশের পর ইউএনও মোঃ আমিনুল ইসলামের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।