
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করছে মালয়েশিয়া। এমনটাই জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতু সেরি সাইফুদ্দিন নাউশোন বিন ইসমাইল। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সদ্য সমাপ্ত অফিসিয়াল ভিজিট সম্পর্কে প্রচারিত এক ফেসবুক বার্তায় তিনি ওই যুগান্তকারী ঘোষণা দেন। দীর্ঘদিন বাংলাদেশি শ্রমিকরা এমন ভিসা সুবিধা চেয়ে আসছেন। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ছায়ার মতো সঙ্গে ছিলেন। তিনি তার ‘এসকট’-এ ছিলেন।
তাৎপর্যপূর্ণ সেই সফর সম্পর্কে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী লিখেন- এই সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধান উপদেষ্টার সফরটি ছিল উষ্ণ কূটনৈতিক আবহে ঘেরা। সফরকালে দুই দেশের সম্পর্ককে আরও শাণিত করতে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) ও তিনটি নোট অব আন্ডারস্ট্যান্ডিং (এনওইউ) সই হয়েছে। যা ছিল কৌশলগত, অর্থনৈতিক ও মানবসম্পদ উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপের ইঙ্গিত। সফরটিকে সম্পর্কের টার্নিং পয়েন্ট বা মোড় ঘুরানো অধ্যায় হিসেবে অভিহিত করে তিনি বলেন- এই সফর নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
প্রধান উপদেষ্টার কুয়ালালামপুর সফরে বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ফেসবুক বার্তায় লিখেন- এই ভিসা চালু হলে বৈধ কর্মীরা দেশে থাকা পরিবার-পরিজনের সঙ্গে দেখা করে অনায়াশে মালয়েশিয়ায় ফিরতে পারবেন। এজন্য তাদের নতুন করে আর ভিসা আবেদনের জটিলতার মুখে পড়তে হবে না। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মীরা আমাদের অর্থনীতির শক্তি। তাদের অবদান অস্বীকার করার উপায় নেই। এই সুবিধা তাদের কল্যাণে আমাদের আন্তরিকতারই প্রতিফলন।