
বাসী রুবেল। দীর্ঘ এক যুগ ধরে ছিলেন দক্ষিণ আফ্রিকায়। অবশেষে দেশে ফিরছিলেন তিনি। টিকিট কেটে যান কেপটাউন বিমানবন্দরে। বোর্ডিং নিতে দাঁড়ান লাইনে। সেখানেই দাঁড়িয়ে থাকা অবস্থায় বুকে ব্যথা শুরু হয় রুবেলের। সেখানেই লুটিয়ে পড়েন তিনি। পরে বিমাবন্দরের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রুবেলকে মৃত ঘোষণা করেন।
দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কেপটাউন বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
মৃত রুবেল নোয়াখালীর সোনাইমুড়ি থানার বজরা ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি।
জানা গেছে, এক যুগ আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকা এসেছিলেন রুবেল। কাগজপত্রের জটিলতার কারণে তিনি আর দেশে যেতে পারেননি। অবশেষে দেশে যাওয়া মনোস্থির করেন এ প্রবাসী। মঙ্গলবার দুপুর ১টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল তার। কিন্তু বিমানবন্দরেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে।