Image description

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার। বুধবার সকালে মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করছে সরকার। জনগণের অংশীদারিত্বের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ।

ড. ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছে সরকার।

এর আগে ড. মুহাম্মদ ইউনূসকে ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে। ড. ইউনূস সম্মানসূচক ডিগ্রি গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেন।