Image description

ইকবাল মাহমুদ (Iqbal Mahmud)  

 
 
শিবিরের রগ কাটাকে যথার্থই একটি Fascinating issue বলেছেন। রগ কাটা একটি জঘন্য এবং ভয়ংকর কাজ। রগ কাটার কথা শুনলে মানুষের আতংকিত হওয়ার কথা, ভীতি ছড়ানোর কথা। কারো রগ কাটার খবরে উৎসাহ, রোমাঞ্চ বা আনন্দ- উদ্দীপনা তৈরি হওয়ার কথা নয়। অথচ শিবিরের 'রগ কাটা' তাসনীম খলিলের মধ্যে Fascination তৈরি করে! এর মানে বুঝতে হবে এই রগ কাটা প্রথাগত রক্তপাতের নয়, এটি মনের মাধুরি মিশিয়ে, কল্পনায় রঙ সাজিয়ে একটি পরিকল্পিত প্রোপাগাণ্ডা।
 
তাসনীম খলিল বড্ড দেরি করে ফেলেছেন। এই প্রোপাগাণ্ডাকে বহু আগেই এদেশের মানুষ 'নো' বলে দিয়েছে। এটি দু দশক আগেই তার কার্যকারিতা হারিয়ে নেতিয়ে পড়েছে। আর এখনকার জেন জি প্রজন্ম এই বস্তাপঁচা প্রোপাগাণ্ডা মেশিনকে এখন কানেই তুলে না। তারা বিভেদের রাজনীতি দু পায়ে মাড়িয়ে ঐক্য ও সৌহার্দ্যের মিনার তৈরিতে মনোনিবেশ করেছে। ফলে মিথ্যা কুতর্ক দিয়ে জাতিকে বিভক্ত করার জন্য এটি বড় অসময়।
 
তাসনিম খলিল সিলেট এমসি কলেজে কথিত নিজের চোখে দেখা শিবিরের রগ কাটার গল্প বলে এর প্রমানের জন্য আর কিছু দরকার নেই' দাবী করেছেন। আবার পরবর্তী পোস্টে এ ইস্যু প্রমানে একটি প্রজেক্ট করার আগ্রহ প্রকাশ করেছেন। এজন্য তথাকথিত শিবির কর্তৃক রগ কাটার শিকারদের কাছে সাক্ষ্য-সাবুদ আহবান করেছেন। অর্থাৎ নিজের চোখের ওপর খুব দ্রুতই বিশ্বাস হারিয়ে ফেলেছেন মনে হচ্ছে।
তাসনীম খলিল আবারও বলছি একটু দেরি করে ফেললেন! আর ক'টা বছর আগে এই প্রজেক্টে হাত দিলে সাক্ষ্য-সাবুদের জন্য এভাবে অনলাইনে হাহাকার করা লাগতো না। আপনার পিতা খলিলুর রহমান কাসেমী বেঁচে থাকলে তিনিই আপনাকে সাহায্য করতে পারতেন। সিলেট নগরীর ধোপাদীঘীর পাড়ে আপনার পিতার কিংশুক মুদ্রায়ন নামক প্রেসের দোকানে জামায়াত-শিবির ঘরানার সাহিত্যিকদের আড্ডা ছিলো। একসময় জাসদ করা খলিলুর রহমান কাসেমী শেষ বয়সে জামায়াত-শিবির তথা ডানপন্থী সাহিত্যিকদের বিশ্বস্ত বন্ধু ছিলেন। সাহিত্য আন্দোলনে তিনি এই গোষ্ঠীর নেতাও ছিলেন। ফলে জামায়াত-শিবিরের চরিত্র সম্পর্কে নিজের ঘর থেকে তথ্য-উপাত্ত নেয়ার একটি নির্ভরযোগ্য সূত্র আপনি হারিয়ে ফেলেছেন। অবশ্য আপনি নিজের চোখের ওপর বিশ্বাস হারানো লোক, বাপের ওপর কতটা বিশ্বাস রাখতে পারতেন জানি না। বাপের জীবনাচার নিয়ে বেশি জানাশোনা বা দেখার সুযোগওতো আপনার হয়নি। খাজাঞ্চিবাড়ি স্কুলে শৈশবের পাঠ চুকিয়ে আপনি বহু আগ থেকেই ঢাকা হয়ে সুইডেনবাসী। সুইডেনে সমকামী আন্দোলনের একজন যোদ্ধা হয়ে বাংলাদেশের একটি ইসলামী ছাত্র সংগঠন সম্পর্কে ইন ডেপথ তথ্য আপনার না জানারই কথা। অনলাইন থেকে নেয়া ভাসা-ভাসা তথ্য দিয়ে একটি আদর্শবাদী সংগঠনকে মূল্যায়ন করা অনেক ঝুঁকির কাজ ভাইয়া!