Image description

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে কাকন আহমেদ (২৮) নামের এক যুবককে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া বাজারসংলগ্ন কেলনের বাড়ির পাশে এ হত্যার ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কাকন আহমেদ দাপুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি মো. আব্দুর রহমান ও মোছা. আমেনা খাতুন দম্পতির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে বাজার থেকে বাড়ি ফেরার সময় আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত কাকনের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়দের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় কাকনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবার ও পুলিশের দাবি, মৃত্যুর আগে কাকন হামলাকারীদের নাম বলে গেছেন। অভিযুক্তরা হলেন মো. আব্দুর রহিম (৩০), পিতা হাছেন বেপারী; মো. হযরত আলী (২২), পিতা আব্দুল মজিদ; এবং মো. আবুল কালাম (২৫), পিতা বাচ্চু মিয়া। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। এছাড়া আরও ৩-৪ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত এই হামলায় জড়িত ছিল বলে জানা গেছে।

নিহতের মরদেহ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।