Image description

রাজধানীর ফার্মগেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) রাতে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত আছেন পুলিশ, সেনাবাহিনী ও ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি চলন্ত মাইক্রোবাস থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। শব্দ শুনে সাথে সাথেই স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এসে উপস্থিত হন। পুরা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা বলেন, আমাদের ধারণা ৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগ-ছাত্রলীগ নাশকতার চেষ্টা করছে। পরিকল্পনার অংশ হিসেবে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা সজাগ আছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ট্রাফিক পুলিশ বক্সের সামনের রাস্তায় রাত ১১ টার দিকে কে বা কারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ গিয়ে ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। একই সময়ে খামারবাড়ি খেজুরবাগান ট্রাফিক পুলিশ বক্সের সামনের রাস্তায় কে বা কারা একটি ককটেল রাস্তায় ছুঁড়ে পালিয়ে যায়। ককটেলটি বিস্ফোরিত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছে।