Image description
 

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক আইডিতে সন্ধ্যায় একটি পোস্ট করেন। যে পোস্টটি মুহূর্তের মধ্যে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। তবে এখন তার আইডিতে পোস্টটি আর দেখা যাচ্ছে না।

সোমবার (০৪ আগস্ট) রাত সাড়ে ১০টায় সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায় পোস্টটি নেই।

এর আগে, সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে মাহফুজ আলম লেখেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে!’

 

তবে, আধা ঘণ্টা পর স্ট্যাটাস আপডেট করেন তিনি। লেখেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’

 

উপদেষ্টা মাহফুজ আলমের এই পোস্ট নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। পোস্ট দেওয়ার পর আধা ঘণ্টায় ১২ হাজারের বেশি রিঅ্যাক্ট জমা পড়ে। শেয়ার হয় দুই হাজারের বেশি।

 

এর কিছুক্ষণ পর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা তথ্য উপদেষ্টার ফেসবুক পোস্টের বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমি মনে করি মাহফুজ আলম হয়তো ঘণ্টাখানেক পরে পোস্টটি ডিলিট করে দেবেন। এ বিষয়ে আর কোনো বক্তব্য নেই।

উল্লেখ্য, টানা ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান। যে অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। আগামীকাল (মঙ্গলবার) এর এক বছর পূর্ণ হচ্ছে। যে দিনটিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আনন্দঘন এই মূহূর্তের মধ্যেই ফেসবুকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এমন বিস্ফোরক মন্তব্য করায় নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়।