
দীর্ঘ ৮ বছর আয়নাঘরে বন্দি থাকা জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আবদুল্লাহিল আমান আযমী জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কান্না করেছেন।
রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজিত ‘৩৬ জুলাই কালচারাল ফেস্ট’ জুলাই জাগরণ’-এর তৃতীয় দিনের আয়োজনে যুক্ত হয়ে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ড. পিনাকী ভট্টাচার্য, ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান, আপ বাংলাদেশের মুখ্য সমন্বয়কারী রাফে সালমান রিফাত, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নুরুল হক, জুলাই অভ্যূত্থানে চোখ হারানো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফ আরেফীন রাহাত, সাইমুমের উপদেষ্টা সাদিক কায়েম ও জুলাই শহীদদের পরিবার প্রমুখ।
জালিমের আয়নাঘরে বন্দি থাকা ব্রিগেডিয়ার আযমী জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মুক্তি যোদ্ধারা প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করেছেন কিন্তু জুলাই যোদ্ধারা প্রশিক্ষণ ছাড়াই লড়াই করেছেন। তিনি বলেন, ৭১-এর যোদ্ধাদের মতো জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয় খেতাব দিতে হবে।
ব্যারিস্টার আরমান তার পিতার কথা স্মরণ করে বলেন, ৫ আগস্ট বিপ্লব সূচনা হয়েছে মাত্র, নতুন বাংলাদেশ বিনির্মাণের আগ পর্যন্ত বিপ্লব চলবে।
বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ড. পিনাকী ভট্টাচার্য তার বক্তব্যে সাইমুমের এই আয়োজনে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, নতুন ন্যারেটিভ তৈরি করতে সাংস্কৃতিকভাবে সাইমুমকে এগিয়ে আসতে হবে।