
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান আলেম-ওলামাদের উদ্দেশে বলেছেন, আকিদা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, শরিয়া নিয়ে প্রশ্ন থাকতেই পারে; তবে আপনারা যদি সবাই এক বাক্যে ইসলামপন্থী হিসেবে পরিচয় দেন- তাহলে কেউ বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে নিতে পারবে না।
রোববার মুন্সীগঞ্জ শহরে বাংলাদেশ কালচারাল সোসাইটি আয়েজিত ২০২৪ এর গণঅভ্যুত্থানে শাপলা আন্দোলনের প্রভাব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেফাজতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শায়েখ মুহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান শেখ আব্দুল্লাহ কওমী মাদ্রাসার মুহতামিম মুফতী রুহুল আমিন কাশেমী, হযরত হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থার পরিচালকব রজিবুল হক, হেফাজতে ইসলাম মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ ইসহাকী, জাতীয় ইমাম সমিতির মুন্সীগঞ্জ জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, মুন্সীগঞ্জ শহর জামে মসজিদেও ইমাম ও খতিব মুফতী আবরারুল হক হাতেমী এবং অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন কালচারাল সোসাইটর আহ্বায়ক মুহিম মাহফুজ।
স্বাধীনতা ছিনিয়ে নেয়ার বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি আরো বলেন, ‘তখনই ছিনিয়ে নিতে পারবে, যখন ইসলামপন্থীদের অনৈক্য তৈরি হবে। এজন্য বৃহত্তর ঐক্য করা গুরুত্বপূর্ণ। আমাদের শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে যদি ঐক্য না থাকে, তাহলে আমাদের যে ভৌগলিক অবস্থান তাতে স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে যাবে। বাংলাদেশের ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। বর্তমানে ইসলাম প্রশ্নে এবং ভারত প্রশ্নে যে দৃঢ়তা দেখতে পাচ্ছি তা স্বাধীনতার পর বা মুক্তিযুদ্ধের পর বাঙালি তরুণ সমাজের মধ্যে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। এটা তো মিরাকল।’
এর আগে তিনি মুন্সীগঞ্জের নয়াগাও মাদ্রাসাতুল আকাবির আল ইসলামিয়ায় দোয়া মাহফিলে শরীক হন।