Image description

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার অঙ্গ সংগঠন যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু বলেছেন, দিনে ড. ইউনূস- রাতে হাসিনা এই উপদেষ্টা পরিষদ ও সংস্কার কমিশন দেশবাসী মানে না।

 

‎রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর পল্টনে যুব জাগপা আয়োজিত ভারতের রাষ্ট্রীয় আশ্রয়স্থল থেকে খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে আগামী ৬ আগস্ট -২৫ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষে মশাল মিছিল পূর্ব বক্তব্যে এসব কথা বলেন।

 

বাবলু বলেন, দেশবাসী মনে করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্র পরিচালনার প্রয়োজনে ভুল সঙ্গীদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। যাদের মধ্যে হাফডজন উপদেষ্টা এবং ঐকমত্যের কমিশনের একজনও সে সময় হাসিনার গুম-খুন ও গণহত্যা নিয়ে একবারও প্রতিবাদ করেননি বরং সুশীল নামে সুবিধাবাদী হয়ে পতিত স্বৈরাচারের পক্ষে কাজ করেছেন। তারাই এখন দেশের হয়ে ভারত ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন।

‎তিনি বলেন, এদেশের যুব সমাজ জানতে চায়! জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর  ব্যবহৃত আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগের অস্ত্র এখনো উদ্ধার হয়নি কেন? আওয়ামী লীগের এ সংগঠনগুলোর শীর্ষ নেতারা এখনও গ্রেপ্তার হয়নি কেন?

‎তিনি আরও বলেন, জুলাই,  পিলখানা, শাপলা গণহত্যায় শেখ হাসিনার চূড়ান্ত বিচার না হলে এদেশে আবারও ছাত্র জনতা, রাজনীতিবিদ ও দেশপ্রেমিক শাসকদের জীবন দিতে হবে। জুলাই আন্দোলনে জড়িত লাখ লাখ শিক্ষার্থী এবং তাদের পরিবারের জীবন বিপন্ন হবে। দেশের আঠারো কোটি মানুষের জীবন অনিরাপদ হয়ে দাঁড়াবে এবং বাংলাদেশ হবে ভারতের অঙ্গরাজ্য।

‎এ সময় উপস্থিত ছিলেন- জাগপা ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, সহসভাপতি মোহাম্মদ আলী ফকির, সহ প্রচার সম্পাদক আল আমিন শেখ, রুবেল হোসেন ও মাহবুব আলম।