Image description

দেশের একমাত্র ভূগর্ভস্থ কয়লা খনি দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেলেন দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) পিইপিএন্ডএম বিভাগে কর্মরত মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) মো. আবু তালেব ফরাজী।

 

রোববার (৩ আগষ্ট) পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জাভেদ ইবনে শাহেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেয়া হয়।

 

অফিস আদেশে বলা হয় কাজের স্বার্থে মো. আবু তালেব ফরাজী বিসিএমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্বে যোগদান করবেন।

মো. আবু তালেব ফরাজী দীর্ঘদিন থেকে মধ্যপাড়া পাথর খনির পিইপিএন্ডএম বিভাগে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জাভেদ ইবনে শাহেদ স্বাক্ষরিত অপর এক অফিস আদেশে বিসিএমসিএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকারকে পেট্রোবাংলায় বদলি পূর্বক উর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে সংস্থার পরিচালক (অপারেশন এন্ড মাইন্স) এর দপ্তরে সংযুক্ত করা হয়।

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ উঠলেও অদৃশ্য খুঁটির জোরে দীর্ঘদিন বহাল তবিয়তে ছিলেন। সর্বশেষ স্ক্র্যাব কেলেঙ্কারি, কর্মচারীদের স্থায়ী নিয়োগ প্রদানে টালবাহানা, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের ক্ষতিপূরণ প্রদানে টালবাহানা, সিআরএস ফান্ড বিতরণে অনিয়মসহ নানা অভিযোগ ওঠে।