Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মকর্তাদের বদলি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১২ দিনে ১২২ জন কর্মকর্তাকে বদলি করেছে ইসি।

রোববার (২৭ জুলাই) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

রোববার এক প্রজ্ঞাপনে ৭১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে ইসি। এর আগে প্রথম ধাপে ১৫ জুলাই ৫১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছিল।

 

প্রজ্ঞাপনে জানানো হয়, গত ১৫ জুলাই জারি করা প্রজ্ঞাপনের সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা আরমান ভূঁইয়া, ২১ জুলাই জারি করা প্রজ্ঞাপনে জারি করা সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হক এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা রুম্পা সরকারের বদলির অংশটুকু স্থগিত করা হলো। বদলি হওয়া কর্মকর্তারা আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় আগামী ৪ আগস্ট তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

 

প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন এখানে ও এখানে