Image description
আরও ২৮ পুলিশ কর্মকর্তাকে বদলি, পুলিশে পলাতক আওয়ামী নেতাদের অনুসারিদের অবস্থান ওপেন সিক্রেট

অবশেষে পতিত আওয়ামী সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিককে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন পদমর্যাদার আরও ২৮ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন, পুলিশের ১২তম ব্যাচের কর্মকর্তা আবু হাসান মুহাম্মদ তারিক আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের ১৭ জানুয়ারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। ওই বছরের ২ ফেব্রুয়ারি তিনি রাজশাহী পুলিশ একাডেমির প্রিন্সিপাল হন। তিনি পুলিশের মধ্যে সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী সরকারের সময় পুলিশের যে কোর গ্রুপ ছিল, তিনি ছিলেন ওই গ্রুপের একজন নীতিনির্ধারক পর্যায়ের কর্মকর্তা।

ওই কর্মকর্তারা আরও বলেন, এসব পুলিশ কর্মকর্তার বাইরেও অনেক কর্মকর্তা এখনো পুলিশ বাহিনীতে ঘাপটি মেরে থেকে পলাতক আওয়ামী নেতাদের কাছে সরকারের নানা গোপন তথ্য সরবরাহ করছেন। দ্রুত তদন্ত করে অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি ও অতিরিক্ত এসপি পর্যায়ের আওয়ামী ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নির্বাচনকে সামনে রেখে তারা দেশে অরাজক পরিবেশ সৃষ্টি করতে পারে। পুলিশ সদর দপ্তর ও এসবির মতো অতিগুরুত্বপূর্ণ সংস্থায় পলাতক আওয়ামী নেতাদের অনুসারীদের অবস্থান এখন ওপেন সিক্রেট।

একই প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ১০ জন অতিরিক্ত ডিআইজি, ৯ জন পুলিশ সুপার, ৩ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ৬ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) রয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন—রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান, যাকে পুলিশ সদর দপ্তরে, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সফিজুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে, সিআইডির অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামানকে সারদায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সারদায়, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আজিজুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহকে নৌপুলিশে, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সাইফুল হককে রেলওয়ে পুলিশে এবং পুলিশ সদর দপ্তরে সংযুক্ত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) করা হয়েছে।

এছাড়া, পুলিশ সদর দপ্তরে সংযুক্ত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে হাইওয়ে পুলিশে, পুলিশ সদর দপ্তরে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে ডিএমপির ডিসি, টাঙ্গাইল পিটিসির পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়াকে সিআইডিতে, পুলিশ সদর দপ্তরে সংযুক্ত পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আবু তারেককে সিআইডিতে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জহুরুল হককে পিবিআই, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মনিরুল ইসলামকে পিবিআই এবং ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত) ফাল্গুনী নন্দীকে এপিবিএনে পদায়ন করা হয়েছে।

পৃথক আরেক প্রজ্ঞাপনে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও জনশৃঙ্খলা রক্ষায় শক্তি প্রয়োগ বিষয়ে প্রশিক্ষক তৈরির জন্য দুইজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে। এই দুই পুলিশ কর্মকর্তাকে তিন মাস পর পূর্বের কর্মস্থলে ফিরে যেতে বলা হয়েছে। তারা হলেন—পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলাম এবং ঢাকা এসপিবিএন-১ এর অধিনায়ক মো. আবুল কালাম আযাদ।

অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার নয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন—মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান, যিনি কুড়িগ্রামে, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদকে পিবিআই, লিয়েন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা অতিরিক্ত পুলিশ সুপার মো. রিফাত বাশার তালুকদারকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

এছাড়া, এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাদীকে সিআইডিতে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. তানভীর রহমানকে বগুড়ার গাবতলী সার্কেলে, ডিএমপির এসি রাজিব গাইনকে এপিবিএনে, সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুনকে খুলনা পিটিসিতে, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. আসিফ হোসেনকে বগুড়ার আদমদীঘি সার্কেলে এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের এএসপি তপন সরকারকে র‌্যাবে পদায়ন করা হয়েছে।