Image description

 জুলাই সনদের খসড়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। তিনি জানান, খসড়াটি আগামীকালের মধ্যে সব রাজনৈতিক দলকে পাঠানো হবে। 

আলী রীয়াজ বলেন, “দলগুলোর মতামত পেলে তিন দিনের মধ্যে আলোচনা শেষ করতে চায় কমিশন।”

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে তিনি এসব কথা জানান।

আলী রীয়াজ বলেন, “রাষ্ট্রপরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন নিয়ে আজ আলোচনার বিষয় ঠিক করা হয়েছে। এছাড়া অমীমাংসিত অন্য বিষয়েও আলোচনা হবে।’
 
তিনি আরো বলেন, “২০টি বিষয়ের মধ্যে এরইমধ্যে নোট অব ডিসেন্টসহ ১০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। সাতটি বিষয়ে ঐক্যমত হয়নি। আর তিনটি বিষয়ে আলোচনা প্রস্তাব দেয়া হবে।”

নাগরিক অধিকার সম্প্রসারণে অঙ্গীকার করতে সব দল একমত হয়েছে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, ‘আগামীকাল জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এরপর সনদে স্বাক্ষর করতে দিনক্ষণ ঠিক করা হবে।”
 
যেকোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশন সংলাপ শেষ করতে চায় বলে জানান আলী রীয়াজ।

শীর্ষনিউজ