
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা এই পুরো জিনিসটা ইনভেস্টিগেট করবো।
শুক্রবার রাত সোয়া ১১টার দিকে আহত নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান শফিকুল আলম। এ সময় তিনি সাংবাদিকদের এ কথা জানান।
নুরের চিকৎসকের সঙ্গে কথা বলার বিষয়টি জানিয়ে প্রেস সচিব বলেন, তারা বলেছেন, নুরের আঘাত গুরুতর। তার ওপর আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। আমরা এটার নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা ইনভেস্টিগেট করবো।
জুলাই গণঅভ্যুত্থানে নুর ও তার দল গণঅধিকার পরিষদের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, সেসময় নুরকে এরেস্ট করা হয় এবং নির্মমভাবে টর্চার করা হয়।