
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। শোকবার্তায় পোপ বলেন, এ ঘটনা তাকে ‘গভীরভাবে মর্মাহত’ করেছে। খবর ভ্যাটিক্যান নিউজের।
মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় শোকবার্তায়, নিহতের জন্য প্রার্থনা করেছেন পোপ। বার্তায় বলা হয়, পোপ লিও ‘নিহতদের সর্বশক্তিমানের করুণাময় ভালোবাসার কাছে সমর্পণ করছেন।’
পোপ লিও বলেছেন যে বাংলাদেশে বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।
হলি সি সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েট্রো প্যারোলিন স্বাক্ষরিত বার্তায় আরো বলা হয়েছে, পোপ নিহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেইসঙ্গে আহতদের আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন পোপ।
শোকবার্তার শেষে পোপ প্রার্থনা করেন হতাহদের জন্য শান্তি এবং স্রষ্টার আশীর্বাদ কামনা করেন।
সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান উত্তরায় মাইলস্টোন কলেজের ভবনে বিধ্বস্ত হয়। দোতলা ওই ভবনটিতে তখন স্কুল শাখার ক্লাস চলছিল। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।
মোট ১০টি হাসপাতালে এ ঘটনায় আহত ১৬৫ জনকে নেওয়া হয়েছে।
এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আটজন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেলে তিনজন, সিএমএইচ-ঢাকায় ২৮ জন, লুবনা হাসপাতালে ১৩ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে একজন, ইউনাইটেড হাসপাতালে দুইজন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনজনকে নেওয়া হয়।