Image description

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের নতুন সিসিটিভি ফুটেজ এবার সামনে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির একটি ভবনের ওই সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার দিন বিমানটি দুপুর ১টা ১২ মিনিটে মাইলস্টোনের প্রাথমিক শাখায় আছড়ে পড়ে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে অনেক শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানটির মাঠে অবস্থান করতে দেখা যায়। হঠাৎ বিমানটিকে নিচে পড়তে দেখে মাঠে থাকা শিক্ষার্থীরা বসে পড়ে।

তখন দিগ্বিদিক ছুটাছুটি শুরু করে মাঠে থাকা শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরে বিভিন্ন দিক থেকে শিক্ষার্থীরা ফের বিধ্বস্ত হওয়ার স্থানের দিকে যেতে থাকে। যাতে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করা যায়।