Image description

গোপালগঞ্জ থেকে গাড়ি বহর নিয়ে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় নেতারা। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে গাড়িবহর নিয়ে তারা খুলনা শহরে প্রবেশ করেন।

এর মধ্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও তাসনিম জারা খুলনা সার্কিট হাউজে; আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ অন্য কেন্দ্রীয় নেতারা একটি হোটেলে উঠেছেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন সমকালকে জানান, রাত সাড়ে নয়টার দিকে খুলনা প্রেসক্লাবে প্রেস ব্রিফিং করা হবে। কেন্দ্রীয় নেতারা রাতে খুলনায় থাকবেন কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।