
ভারী বৃষ্টিতে পাহাড়ধসের কারণে গত পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রামের মিরসরাই-নারায়ণহাট-ফটিকছড়ি সড়ক। গত মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে সড়কটির ঝরঝরি মাজারসংলগ্ন চার রাস্তার কোপ এলাকায় পাহাড় ধসে সড়কে পড়ায় সড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই সড়কে চলাচলকারীরা। শনিবার (১২ জুলাই) সরেজমিনে সড়কটিতে গিয়ে দেখা যায়, জরুরি প্রয়োজনে মাঝেমধ্যে অল্প কিছু সিএনজিচালিত অটোরিকশা আর মোটরসাইকেল ছাড়া বড় ধরনের সব যান চলাচল বন্ধ রয়েছে।
সিএনজিচালিত অটোরিকশা থেকে যাত্রীরা নেমে ঠেলে ঠেলে ওই এলাকা পার হতে হচ্ছে। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেতেও দেখা গেছে। অটোরিকশা চলছে ঝুঁকি নিয়ে। স্থানীয়রা জানায়, মিরসরাই সদর থেকে সাত কিলোমিটার দূরত্বে পাহাড় ধসের ঘটনা ঘটে।
সিএনজি অটোরিকশার চালক মোহাম্মদ রিপন বলেন, মিরসরাই উপজেলা সদর থেকে নারায়ণহাট-ফটিকছড়ি সিএনজি অটোরিকশার লাইন রয়েছে। সড়ক বন্ধ হয়ে পড়ায় কেউ সাহস করে এখন গাড়ি চালাতে রাজি হচ্ছে না। দুই-একটি সিএনজিচালিত অটোরিকশা চললেও যাত্রীরা নেমে ঠেলে অনেক কষ্ট করে পার হচ্ছে। বড় গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ। জীবনের ঝুঁকি নিয়ে এখন অল্পকিছু অটোরিকশা ও মোটরসাইকেল চলছে।
এই সড়কে চলাচলকারী শামসুল হক বলেন, সড়কটির বিভিন্ন অংশে কার্পেটিং উঠে গেছে। পাহাড় ধসে এর আগেও সড়কটি বন্ধ হয়েছিল। তাই আমি সরকারের কাছে আবেদন জানাবো এটি দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য।