Image description
 

পুরান ঢাকায় তামার তারের ব্যবসায়ীক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. সোহাগ নামে এক যুবককে কুপিয়ে ও পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করেছে দৃর্বৃত্তরা। আজ বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঈন ও জনি নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা সূত্রে গেছে, নিহত সোহাগ মিটফোর্ড এলাকায় তামার তারের ব্যবসা করতেন। ওই ব্যবসার আধিপত্য নিয়ে সোহাগ গ্রুপ ও মঈন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলছিল। বুধবার বিকেলে মঈন গ্রুপের সদস্যরা সোহাগকে প্রকাশে কুপিয়ে ও পাথর দিয়ে আঘাত করে মাথা থেতলে হত্যার পর অর্ধনগ্ন অবস্থায় ফেলে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ওই যুবককে পিটিয়ে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, তদন্তের পর কী নিয়ে এই সংঘর্ষ এবং হত্যাকাণ্ডে কারা জড়িত তা জানা যাবে। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।