Image description

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় আমরা নিশ্চিত করছি, ভিকটিমের পরিবার যেন ন্যায় বিচার পায়। একই সময়ে কেউ যেন মিথ্যা মামলায় ভুক্তভোগী হয়ে হয়রানির শিকার না হয়। আমরা যথাযথভাবে তদন্ত করছি। এ বিষয়ে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (০৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের আদালতপাড়ায় এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিথ্যা মামলা ও হয়রানি প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে তিনি অ্যাটর্নি জেনারেল বলেন, মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য প্রায়োরিটি বেসিসে কাজ চলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আলোচিত সাত খুন ও ত্বকী হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, ত্বকীর মামলাটি অত্যন্ত সেনসিটিভ মামলা। এ মামলার স্থবিরতা কোন স্টেজে রয়েছে সেটি জেনে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। আপনারা দেখেছেন সেনসিটিভ মামলার মধ্যে আবরার ফাহাদ মামলা ও মেজর সিনহা হত্যা মামলা টপ প্রায়োরিটি দিয়ে করেছি। ত্বকী হত্যা মামলাটিও এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ মামলা। আমরা চিন্তা করব কীভাবে এটিকে দ্রুত ত্বরান্বিত করা যায়। নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলাও দ্রুত নিষ্পত্তির জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনার দেখবেন এটিও দ্রুত নিষ্পত্তি হবে।

এ সময় নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম, জেলা আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট খোরশেদ মোল্লা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানসহ প্রমুখ।