Image description

নাটোরে জুলাই গণঅভ্যুত্থাণে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলার সময় অঝোরে কেঁদেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ ঘটনার একটি ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিও দেখে কেঁদেছেন হাজারও মানুষ।

সোমবার বিকেলে নাটোর শহরের একটি রেস্টুরেন্টে এনসিপির কেন্দ্রীয় নেতারা মতবিনিময় করেন জুলাই আন্দোলনে শহীদ হওয়া নাটোরের আটজনের পরিবার ও আহতদের সঙ্গে। এ সময় কলেজ শিক্ষার্থী শহীদ মিকদাদ হোসেন খান আকিবের পিতা নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের সঙ্গে কথা বলতে গিয়ে অঝোরে কাঁদতে থাকেন হাসনাত।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অঝোরে কান্নার একপর্যায়ে কাঁদতে কাঁদতে হাসনাত আবদুল্লাহ অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানকে জড়িয়ে ধরে থাকেন। হাজারও মানুষ এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওর কমেন্টে অনেকেই কান্নার ইমোজি ব্যবহার করেছেন।

নাটোর শহরে আয়োজিত মতবিনিময় সভায় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা শারওয়ার নিভা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল, নাটোর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ জার্জিস কাদির ও সিনিয়র যুগ্ম সমন্বয়কারী নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নাফসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।