
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (৪ জুলাই) উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাঁচুড়িয়া জামে মসজিদে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের মফিজ উদ্দিন (৪২), হাসিব আলী (৩৫) এবং মহাসিন (৪০)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মসজিদের ইমাম নিয়োগের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। দীর্ঘ আলোচনার পর কমিটির চারজন সদস্য স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষককে ইমাম হিসেবে নিয়োগে একমত হন। তবে বিরোধিতা করেন মসজিদ কমিটির ক্যাশিয়ার মোতালেব হোসেন।
আজ শুক্রবার নিয়োগপ্রাপ্ত ইমাম জুমার নামাজ পড়াতে মসজিদে গেলে ক্যাশিয়ার মোতালেব ও তার ভাইয়েরা বাধা দেন। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন মুসল্লি আহত হন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ টিপু বলেন, ‘আমরা নিয়ম মেনেই কমিটি গঠন করে সিদ্ধান্ত নিয়েছি। অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতেই ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু ক্যাশিয়ার মোতালেব নিজের স্বার্থে বাধা সৃষ্টি করেছেন এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। পূর্ব থেকেই তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’