Image description

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে আরও সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 

চকরিয়া থানার পাঁচ মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে বুধবার কঠোর নিরাপত্তা ব্যবস্থায় তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে তোলা হয়। পেকুয়া থানার নতুন একটি জিআর মামলায় আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ নিয়ে পেকুয়া থানার তিন মামলায় সর্বমোট সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে পেকুয়া থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

চকরিয়া বিচারিক আদালতের এপিপি মঈন উদ্দিন বলেন, গত ১৮ জুন জাফর আলমকে চকরিয়া থানার পাঁচ মামলা ও পেকুয়া থানার দুই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ড শুনানি করা হয় আদালতে। তাকে সাতটি মামলায় সর্বমোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর মধ্যে চকরিয়া থানার পাঁচ মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে বুধবার চকরিয়া থানা হেফাজত থেকে আদালতে তোলা হয়। গত ৫ আগস্ট সরকার পতনের পর চকরিয়া ও পেকুয়া থানায় তার বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করা হয়।